রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে ‘নিয়মিত পৌরকর পরিশোধ করি, নাগরিক সেবা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে পাঁচ দিনব্যাপী পৌরকর মেলা ও দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু হয়েছে।
রোববার (৪ মে) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ পৌরসভা প্রাঙ্গণে পৌরকর মেলার উদ্বোধন করেন।
এর আগে পৌরকর পরিশোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি রাঙ্গামাটি পৌরসভা মার্কেট থেকে শুরু হয়ে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
রাঙ্গামাটি পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি ও রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোক্তার আহমেদ, রাঙ্গামাটি পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসিন, মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ডা: ফজলুল হক উপস্থিত ছিলেন।
পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন জানান, ‘পৌর কর মেলা উপলক্ষে পৌরসভা প্রাঙ্গণে বিভিন্ন স্টলের মাধ্যমে শহরের নয়টি ওয়ার্ডে বসবাসরত জনসাধারণ পৌরকরসহ বিভিন্ন বিষয়ে সেবা নিতে পারবেন।