চুয়াডাঙ্গার জীবননগরে সব স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইলফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশের পাশাপাশি সময়োপযোগী সিদ্ধান্ত বলে জানিয়েছেন অভিভাবকরা।
গত ১৯ আগস্ট উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, ইনোভেশন, আইসিটি ও যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম মোবাইলফোন নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করেন। পরে উপস্থিত সবাই প্রস্তাবের পক্ষে মতামত দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল আমীন বলেন, ‘সম্প্রতি আমাদের পাশের মহেশপুর উপজেলাতেও স্কুল-কলেজে মোবাইলফোন নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানেও আলোচনা হয়েছিল। পরে সর্বসম্মতি সিদ্ধান্ত অনুযায়ী ১৯ আগস্ট মাসিক সভায় রেজুলেশন পাঠানো হয় এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সাথে বৈঠক করে এ সিদ্ধান্ত চূড়ান্তভাবে কার্যকর করা হবে।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইলফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণার বিষয়টি উপজেলার সচেতন অভিভাবক মহলে বেশ প্রশংসিত হয়েছে। অনেক অভিভাবকের মতে, বিষয়টি সময়োপযোগী সিদ্ধান্ত। এমন সিদ্ধান্ত আরো আগে গ্রহণ করা হলে আরো ভালো হতো বলেও মন্তব্য করেন তারা।
সভায় এছাড়া টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, মৌসুমে সার সঙ্কট সমাধান, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা ইউএনও‘র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, বিজিবি প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, জীবননগর প্রেস ক্লাবের আহ্বায়ক মো: রিপন হোসেনসহ স্থানীয় সাংবাদিকরা।