গাজীপুর-৩ আসনে জামায়াত থেকে ড. জাহাঙ্গীর আলমের মনোনয়ন সংগ্রহ

বুধবার বিকেলে নির্ধারিত সময়ের মধ্যে তিনি শ্রীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Gazipur
ড. জাহাঙ্গীর আলমের মনোনয়ন সংগ্রহ
ড. জাহাঙ্গীর আলমের মনোনয়ন সংগ্রহ |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ড. মো: জাহাঙ্গীর আলম।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নির্ধারিত সময়ের মধ্যে তিনি শ্রীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় তার সাথে আসন পরিচালক ও জেলা নায়েবে আমির মোহাম্মদ আব্দুল হাকিম, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, শ্রীপুর উপজেলা আমির মাওলানা নুরুল ইসলাম ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন সংগ্রহ করার পর ড. জাহাঙ্গীর আলম বলেন, ‘জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। গাজীপুর-৩ আসনের মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।’

তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে বলে আমি আশাবাদী।‘

উল্লেখ্য, গাজীপুর-৩ আসনটি শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৩ হাজার ৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৫৭ জন, নারী ভোটার ২ লাখ ৬০ হাজার ২৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার পাঁচজন। একটি পৌরসভা, দুইটি উপজেলা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।