দিনাজপুরের ঘোড়াঘাট থেকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মজিদুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে পৌরশহরের আজাদমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
মজিদুল ইসলাম ঘোড়াঘাট পৌরশহরের সাহেবগঞ্জ ইসলাপুর এলাকার আঃ করিম মাউরার ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতার এড়াতে তিনি এলাকা ছেড়ে ঢাকায় গিয়ে রিকশা চালাতেন। এর আগে, ২০০৫ সালের এপ্রিল মাসে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকায় ফেনসিডিলসহ গ্রেফতার হন মজিদুল। পরে জামিনে মুক্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। ২০২৪ সালের জুন মাসে আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আসামি মজিদুল ইসলাম দিনাজপুর জেলার বাসিন্দা হওয়ায় গ্রেফতারের দায়িত্ব পড়ে ঘোড়াঘাট থানা পুলিশের ওপর। গত ১৬ মাস ধরে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অবশেষে সোমবার রাতে এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল আজাদমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, আসামিকে মঙ্গলবার দিনাজপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।



