মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেস ক্লবের নবর্নিবাচিত কমিটিসহ উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি জামায়াত ইসলামী মনোনীত মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ -শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
তিনি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে ইনসাফে বাংলাদেশ গড়বে।’
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জ প্রেস ক্লাব হলরুমে ক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব আরো বলেন, ‘যদি জনগণ তাদের নির্বাচিত করে, তাহলে তারা জাতিকে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং মানবিক বাংলাদেশ উপহার দেবেন। জামায়াত দেশের অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে চায়। কমলগঞ্জ পর্যটন সমৃদ্ধময় জনপদ, পর্যটনে অপার সম্ভাবনা রয়েছে। এই এলাকার পর্যটন, কৃষি, মেডিক্যাল কলেজ, শিক্ষা, চিকিৎসা, বিমানবন্দর চালুসহ সর্বক্ষেত্রে কাজ করবো। একটি দুর্নীতি সমাজ গঠনে জামায়াত ইসলাম বদ্ধপরিকর।’
জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো: কামরুল ইসলামের পরিচালনায় শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যক্ষ মো: মাসুক মিয়া, পৌর জামায়াতে ইসলামীর পৌর আমির আব্দুল হাই, সদর ইউনিয়ন আমির এবাদুল রহমান এবং উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।



