ঈদের ছুটিতে বন্ধ রাঙ্গামাটির শাহ হাই স্কুলে মাদক সেবন, আটক ১

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তিনজন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা জানান, এ সময় ঘটনাস্থল থেকে মাদকদ্রব্যের আলামতও উদ্ধার করা হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
এ সময় ঘটনাস্থল থেকে মাদকদ্রব্যের আলামতও উদ্ধার করা হয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে মাদকদ্রব্যের আলামতও উদ্ধার করা হয়েছে।

রাঙ্গামাটির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পেছনের পরিত্যক্ত ভবনটি যেন ঈদের ছুটিতে মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছিল। স্কুলে ছাত্রছাত্রী নেই, নেই তদারকি —এই সুযোগকে কাজে লাগিয়ে সেখানে চলছিল মদ ও ইয়াবার আসর। তবে, শেষ রক্ষা হয়নি। জেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে হাতেনাতে ধরা পড়েছে এক মাদকসেবী।

শুক্রবার (১৩ জুন) রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়ের নেতৃত্বে শহরের তবলছড়ি মাঝের বস্তি এলাকার স্কুলটিতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হয়। এ সময়ই ওই মাদকসেবীকে আটক করা হয়েছে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তিনজন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা জানান, এ সময় ঘটনাস্থল থেকে মাদকদ্রব্যের আলামতও উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালে শাহ হাই স্কুলের পেছনের পরিত্যক্ত ভবন (যা বিদ্যালয়েরই অংশ) থেকে মদের বোতল ও ইয়াবার সেবনের আলামত পাওয়া যায়। পরে ওই আলামত জব্দ ও সংরক্ষণ করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে মাদক গ্রহণরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির একজন সদস্যকে দ্রুত সময়ের মধ্যে পরিত্যক্ত ভবনটি সংস্কার করে বসবাসযোগ্য হিসেবে গড়ে তোলা অথবা সম্পূর্ণভাবে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন মোবাইল কোর্ট।

স্থানীয়দের অভিযোগ, ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকার সুযোগে দীর্ঘদিন ধরেই ভবনটি মাদকসেবীদের গোপন আখড়ায় পরিণত হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।