মহান বিজয় দিবসে কুমিল্লায় জামায়াতের যুব র‌্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের উদ্যোগে যুব র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতের যুব র‌্যালি
মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতের যুব র‌্যালি |নয়া দিগন্ত

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের উদ্যোগে যুব র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কুমিল্লা টাউন হল মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে শেষ হয়।

র‌্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা মহানগর আমির ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।

কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ মোছলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও নাছির আহম্মেদ মোল্লা, কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা।