সাতকানিয়ায় বিএনপির দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিঠা দিঘি এলাকায় সড়কের উপর গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

মনজুর আলম, সাতকানিয়া (চট্টগ্রাম)

Location :

Chattogram
সড়কের উপর গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা
সড়কের উপর গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা |নয়া দিগন্ত

চট্টগ্রাম-১৫ আসনে দলীয় মনোনয়ন না পেয়ে আবারো বিক্ষোভ করেছেন বিএনপির মনোনয়নবঞ্চিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমানের সমর্থকরা। এ সময় প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। পরে প্রশাসনের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিঠা দিঘি এলাকায় সড়কের উপর গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

জানা যায়, গত ৪ ডিসেম্বর বিএনপি দলীয়ভাবে চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমিনকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করে। দলীয়ভাবে মনোনয়ন পাওয়া নাজমুল মোস্তফা আমিনের প্রার্থীতা বাতিল করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমানকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানান তার অনুসারীরা। এ সময় তারা মশাল মিছিল বের করেন এবং মহাসড়কে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে দিতে সড়ক অবরোধ করেন।

এদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একই দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুর দিঘি এলাকায় সড়ক অবরোধ করেছিল নেতাকর্মীরা। এ সময় মুজিবুর রহমানের কর্মী সমর্থকরা দলীয়ভাবে মুজিবুর রহমানকে প্রার্থী ঘোষণার দাবি জানান।