সিরাজগঞ্জে জামায়াত প্রার্থীর গণসংযোগে প্রতিপক্ষের হামলায় আহত ১২, প্রতিবাদে বিক্ষোভ

কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী সেলিম রেজার নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

Location :

Sirajgonj
জামায়াত প্রার্থীর গণসংযোগে প্রতিপক্ষের হামলায় আহত ১২
জামায়াত প্রার্থীর গণসংযোগে প্রতিপক্ষের হামলায় আহত ১২ |নয়া দিগন্ত

সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলমের উপর তিন দফায় হামলা চালানো হয়েছে। এ সময় সংগঠনটির ১২ জন নেতাকর্মী আহত হন। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী সেলিম রেজার নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে জামায়াত প্রার্থীসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার রাত ১১টার দিকে কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জামায়াতের প্রার্থীসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম বলেন, ’সোমবার রাতে কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের স্থলবাড়ী গ্রামে একটি মাদরাসায় ইসলামী জলসায় প্রধান মেহমান হিসেবে আমি মঞ্চে উঠলে সেখানে আগে থেকে অবস্থান করা বিএনপির সন্ত্রাসীরা হট্টগোল বাধায়। তারা নজরুল ইসলাম নামে এক জামায়াত কর্মীকে মঞ্চের পিছনে নিয়ে মারধর করে। পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ সেলিম রেজা মঞ্চে এসে হট্টগোল থামান।’

পরে জামায়াত আমির বক্তৃতা শেষ করে গাড়িতে রওনা হন। কিছুদূর যাওয়ার পর রাস্তায় গতিরোধ করে দ্বিতীয় দফায় এলোপাতাড়ি মারপিট ও গাড়ি ভাঙচুর করে বিএনপির সন্ত্রাসীরা।

এরপর জামায়াতের কর্মীরা মাওলানা শাহিনুর আলমসহ নেতাকর্মীদের নিয়ে সোনামুখী বাজার এলাকায় পৌঁছলে সেখানে তৃতীয় দফায় আক্রমণের শিকার হন।

এতে জামায়াত প্রার্থীর প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয় এবং সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। বিএনপির এমপি প্রার্থী সেলিম রেজার নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ভুক্তভোগী জামায়াত নেতারা দাবি করেন।

পরে গুরুতর আহত সোনামুখী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম, কর্মী ওমর ফারুক ও আব্দুল আওয়ালকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় জামাতের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা বলেন, ‘বিএনপির কেউ জামায়াতের প্রার্থী ও তার লোকজনের উপর হামলা করেনি। এটা মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।’

এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, ‘ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।’

এদিকে কাজীপুরে জামায়াতের প্রার্থী মাওলানা শাহিনুর আলম ও নেতাদের উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জামায়াত কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ন্যক্কারজনক এ ঘটনার জন্য প্রশাসনের কাছে বিচার ও দোষীদের শাস্তি দাবি করেন জামায়াত নেতারা।