শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও অটোরিকশাসহ আটক ১

উদ্ধারকৃত প্রসাধনী সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ ৪২ হাজার টাকা এবং জব্দ অটোরিকশার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
আটক শিপন মিয়া
আটক শিপন মিয়া |নয়া দিগন্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ শিপন মিয়া (২০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কালীঘাট ইউনিয়নের কালীঘাট চা বাগান এলাকার সাব-পোস্ট অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

শিপন উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের শাহিন আলমের ছেলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহিরুল ইসলাম মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল-হরিণছড়া সড়কে পুলিশের একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামালে চালক পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে চারটি বড় কার্টন উদ্ধার করা হয়। কার্টনগুলোতে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ব্র্যান্ডের ফেসিয়াল কিট ও ক্রিম পাওয়া যায়।

উদ্ধারকৃত প্রসাধনী সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ ৪২ হাজার টাকা এবং জব্দ অটোরিকশার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা বলে জানান তিনি।

এদিকে উদ্ধারকৃত মালামালের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই সজিব নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন।