ঝালকাঠির সাবেক পৌর মেয়র ও বহিষ্কৃত আ’লীগ নেতা আফজাল হোসেন গ্রেফতার

রাজনৈতিক একটি মামলায় ঝালকাঠি পৌর এলাকা থেকে আফজাল হোসেন রানাকে গ্রেফতার করা হয়েছে।

Location :

Jhalokati
ঝালকাঠির সাবেক পৌর মেয়র ও বহিষ্কৃত আ’লীগ নেতা আফজাল হোসেন গ্রেফতার
ঝালকাঠির সাবেক পৌর মেয়র ও বহিষ্কৃত আ’লীগ নেতা আফজাল হোসেন গ্রেফতার |নয়া দিগন্ত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা আফজাল হোসেন রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঝালকাঠি শহরের আড়ৎদারপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঝালকাঠি সদর থানার জিআর (বিস্ফোরক) মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজনৈতিক একটি মামলায় ঝালকাঠি পৌর এলাকা থেকে আফজাল হোসেন রানাকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত এক রাজনৈতিক আলোচনায় ‘দিনের ভোট রাতে কেন হবে’ মন্তব্যকে কেন্দ্র করে সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর সাথে তর্ক-বিতর্কে জড়ান আফজাল হোসেন রানা। এ ঘটনার জেরে পরে তাকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়।