মুন্সীগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ৩

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় একটি ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে পাইপগান, শর্টগানের গুলি, বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও নগদ অর্থসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- শফিকুল মীর (৪০), তার ভাই সোহেল মীর (৩০) ও তাদের বাবা আব্দুল হাই মীর (৬৫)। তারা মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া এলাকার বাসিন্দা। প্রায় এক বছর আগে তারা শহরের মানিকপুর এলাকায় ওই পাঁচতলা ভবনে ফ্ল্যাট নিয়ে বসবাস শুরু করেন।

জানা যায়, জেলা গোয়েন্দা শাখার একটি দল বুধবার শফিকুল মীরের মালিকানাধীন ফ্ল্যাটে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে—একটি পাইপগান, শর্টগানের ১০০ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি দা, বোমা তৈরির কাজে ব্যবহৃত গুড়াভর্তি ‘প্রাণ’ কোম্পানির জুসের কাচের বোতল এক বস্তা, বিপুল সংখ্যক টিনের জর্দার কৌটা, পাঁচটি হেলমেট, নগদ তিন লাখ টাকা ও আফ্রিকার কিছু বিদেশী মুদ্রা।

অভিযান চলাকালে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকে ভবনটি ঘিরে ভিড় জমায়।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: ফিরোজ কবির বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তিনি আরো জানান, ‘আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তৈরির উদ্দেশ্য ও উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।‘