বগুড়া অফিস ও সারিয়াকান্দি সংবাদদাতা
বগুড়ার সারিয়াকান্দিতে রাতের বেলায় ডাকাতির পর শাহিনুর (৫০) নামে এক নারীকে হত্যা করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের গোয়ালবাতান গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মরহুম আমিরুল ইসলামের (ভেলু) স্ত্রী শাহিনুরকে (৫০) কে বা কারা ঘরের ভেতরে হত্যা করে রেখে যায়। পরদিন পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের এক ছেলে প্রবাসী।
এ বিষয়ে এসআই আব্দল খালেক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া নেয়া হয়েছে। কারা বা কেন তাকে হত্যা করেছে তা জানা যায়নি। তবে ঘটনার দু‘দিন আগে ওই নারী স্থানীয় ব্যাংক থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করেছিলেন, তবে সেই টাকা নেই। পরিবারের ধারণা, ডাকাতদের চিনতে পারায় ওই নারীকে হত্যা করা হয়েছে।’