খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার এর নেতৃত্বে ইউকে-এইড এর আটজনের একটি প্রতিনিধি দল পানছড়ি উপজেলায় আসেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে ডাক্তার অনুতোষ চাকমা’র নেতৃত্বে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় মি: সারাহ কুক’কে।
এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার, লেবার ওয়ার্ড, অপারেশন থিয়েটার পরিদর্শন করেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ইউকে-এইড এর অর্থায়নে বাস্তবায়নাধীন যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার পরিষেবার কার্যকারিতা এবং স্থায়িত্ব পর্যবেক্ষণ, প্রকল্পের সুবিধাভোগী, মিডওয়াইফ, নার্স এবং ডাক্তারদের সাথে মতবিনিময় করেন।
সভায়, জেলা সিভিল সার্জন ডাক্তার ছাবের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন, ডাক্তার রাকেশ চাকমা, উপজেলা বিএনপি সভাপতি মোঃ বেলাল হোসেন, জামায়াতে ইসলামীর সভাপতি মো: জাকির হোসেন, সদর ইউনিয়ন চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, চেঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, জেলা প্রশাসনের নিযুক্ত প্রটোকল অফিসার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান সহ আগত প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান, জনবল বৃদ্ধি,পরিবহন বৃদ্ধি,প্যাথলজি সেবা বৃদ্ধি, দূর্গম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাথমিক স্বাস্থ্য সেবা চালু করা সহ স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করণের দাবি জানান।
প্রতিনিধি দলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে পানছড়ি হতে পুলিশ প্রটোকল সহ খাগড়াছড়ির উদ্দেশ্যে গমন করেন।