বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Location :

Habiganj

এস এম খোকন, বানিয়াচং (হবিগঞ্জ)

হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তার নিয়ে দু’গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এরমধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রাম্য বিভিন্ন বিষয়াদি নিয়ে উত্তর সাঙ্গর গ্রামের আলাউদ্দিন মিয়া ও নুরুল হুদার গোষ্ঠীর লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে গরুর খড় খাওয়ানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে আবার বিরোধ সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থানীয়রা বিষয়টি সালিশের মাধ্যমে মীমাংসা করার উদ্যোগ নেয়।

আরো জানা যায়, বৈশাখ মাস হওয়ায় সকলে কাজে ব্যস্ত থাকায় সালিশ বৈঠক হতে দেরি হয়। এরইমধ্যে সোমবার দুপুরে এ নিয়ে আবারো উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধসহ অর্ধশতাধিক লোক আহত হয়।

এ সময় গুরুতর আহত অবস্থায় কাওছার মিয়া (২৫), শফিকুল ইসলাম (৩৫), আলী সমেদ (৪০), কুদরত মিয়া (৪৫), তকদির মিয়া (২৫), আরজু মিয়া (৫০), জসিম মিয়া (৩০), আলামিন মিয়া (১৬), বাহুল মিয়া (২২), নয়ন মিয়া (১২), মন্নাফ মিয়া (৩৮), কুদ্দুছ মিয়া (২৪), জমসের মিয়া (৩১), মিজান মিয়া (৩১), বাবুল মিয়া (২৮), আফজাল মিয়া (২৬), মাহফজুল মিয়া (২৮), আবু লায়েককে (২০) উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গুরুতর আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। সম্প্রতি গরু দিয়ে খড় খাওয়ানো নিয়ে তাদের মধ্যে আবারো বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।