বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, বগুড়া প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন বগুড়া ও পেশাজীবি সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে সদরের ফাঁপোর ইউনিয়ন পরিষদ সংলগ্ন গণকবরে শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবসে বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার (জেইউবি) যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টার দিকে ক্লাব মিলনায়তনে আলোচনা সভার শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য মির্জা সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, প্রেস ক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, ক্লাবের নির্বাহী সদস্য আব্দুর রহিম বগুড়া, জেইউবি’র সাবেক সভাপতি ফজলে রাব্বি ডলার, সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, মমিনুর রশিদ শাইন, সাইফুল ইসলাম, আব্দুর রহিম, প্রতীক ওমর, মাহফুজ মন্ডল, পলাশ খন্দকার, সুমন সরদার, সানাউল হক শুভ, মুক্তার শেখ ও শহীদ বুদ্ধিজীবী খন্দকার মোফাজ্জাল বারীর ছেলে খন্দাকার ফরহাদুল বারী মতি।
সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা ও সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।



