সিলেটের জকিগঞ্জে পবিত্র মসজিদ নিয়ে ফেসবুক কমেন্টে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মন্তব্যকারী যুবক দীপক বিশ্বাস (২৭) জকিগঞ্জ উপজেলার ৫ নম্বর জকিগঞ্জ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহিমখারচক গ্রামের রায়মোহন বিশ্বাসের ছেলে। তিনি মৌলভীবাজার জেলার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।
জানা গেছে, জাতীয় একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত `সারাদেশে ৩৩ হাজার পূজামণ্ডপ, বসানো যাবে না মদ-গাজার আসর‘ শীর্ষক সংবাদের কমেন্ট বক্সে দীপক বিশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টাকে গালি দিয়ে মুসলমানদের পবিত্র মসজিদকে `বাসর ঘর‘ হিসেবে আখ্যায়িত করে আপত্তিকর মন্তব্য করেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ওই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় ওঠে। দীপকের মন্তব্যে শুধু জকিগঞ্জ নয়, পুরো সিলেট অঞ্চলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিষয়টি জানতে পেরে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ দীপকের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে পরিস্থিতি বেগতিক দেখে দীপক বিশ্বাস নিজের দোষ স্বীকার করে ফেসবুক লাইভে এসে প্রকাশ্যে ক্ষমা চান। তিনি কান ধরে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, দীপক বিশ্বাসের মন্তব্যের স্ক্রিনশট হাতে পাওয়ার পর পুলিশ তার বাড়িতে যায়। বর্তমানে তিনি মৌলভীবাজারে অবস্থান করছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান, যাতে কেউ এ ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।