মিয়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচার : বোটসহ ১১ জনকে আটক নৌবাহিনীর

একটি পাচারকারী চক্র ইঞ্জিনচালিত বোটের মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
পাচারের কাজে ব্যবহৃত বোট
পাচারের কাজে ব্যবহৃত বোট |সংগৃহীত

মিয়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী। শুক্রবার (২৬ ডিসেম্বর) নৌবাহিনীর একটি টহল জাহাজ কুতুবদিয়া বহির্নোঙর এলাকা থেকে তাদের আটক করে।

এ সময় এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রমের আওতায় শুক্রবার ওই অভিযান পরিচালিত হয়।

এতে জানানো হয়, একটি পাচারকারী চক্র ইঞ্জিনচালিত বোটের মাধ্যমে সমুদ্রপথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শহীদ মহিবুলাহ কুতুবদিয়া বাতিঘর থেকে ৪২ মাইল অদূরে সন্দেহজনক মাছ ধরার একটি বোট শনাক্ত করে। নৌবাহিনী জাহাজ বোটটিকে থামার সংকেত দিলে সেটি গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ মহিবুল্লাহ ধাওয়া করে ‘এফবি অঙ্কিতা অন্বেষা’ নামক বোটটিকে আটক করে। আটককৃত বোটটি তল্লাশি করে এক হাজার লিটার ডিজেল ও ৬৫০ বস্তা বাংলাদেশী ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এ সময় চোরাকারবারের সাথে সংশ্লিষ্ট ১১ জন সদস্যকেও আটক করা হয়।

আটক ব্যক্তিরা জানায়, অধিক মুনাফা লাভের আশায় ডিজেল ও সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরে জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তিদের অইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিএমপির পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়।