জন্মদিনে কবি আল মাহমুদের কবর জিয়ারত

ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল পারিবারিক কবরস্থানে কবির কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
জন্মদিনে কবির কবরে ফাতিহা পাঠ ও জিয়ারত
জন্মদিনে কবির কবরে ফাতিহা পাঠ ও জিয়ারত |নয়া দিগন্ত

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আল মাহমুদের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফাতিহা পাঠ ও জিয়ারতের আয়োজন করেছে কবি আল মাহমুদ স্মৃতি সংসদ, ব্রাহ্মণবাড়িয়া।

শুক্রবার (১১ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল পারিবারিক কবরস্থানে কবির কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়। কবর জিয়ারত পরিচালনা করেন স্মৃতি সংসদের সভাপতি কাজী সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কবির ভাতিজা ও সংগঠনের সাধারণ সম্পাদক মো: আকরাম হোসেন, সহ-সভাপতি গোলাম হাক্কানী খন্দকার ও মাস্টার গিয়াস উদ্দিন মৃধা, সহ-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহাগ, সাংবাদিক হারুনুর রশিদ, সমাজসেবক মোহাম্মদ ওসমান গনি, আনোয়ার হোসেন আনার, গোলাম সাদেক ভূঁইয়া, মো: পাবেল প্রমুখ।

উল্লেখ্য, কবি আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা কবিতায় নিজস্ব ভাষাশৈলী, ঐতিহ্য ও বাস্তবতার অনন্য সংমিশ্রণে তিনি হয়ে ওঠেন একজন শক্তিমান কবি। তিনি ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং পরদিন ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল পারিবারিক কবরস্থানে কবির লাশ দাফন করা হয়।