বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির কর্মী নিহত

পথিমধ্যে লালমোহনের ফরাজি দোকানের সামনে পৌঁছালে তাদের মোটরসাইকেলটিকে একটি মাইক্রোবাস চাপা দেয়।

মো: মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

Location :

Bhola
নয়া দিগন্ত

ভোলার বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় সিয়াম (১৬) নামে এক মাদরাসা ছাত্র ও ছাত্রশিবির কর্মী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মুন্সিবাড়ির বাবুল মুন্সির ছেলে। সে স্থানীয় কাচিয়া চৌমুহনী ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির ছাত্র এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন উপশাখার কর্মী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় সিয়াম তার বাবা-মায়ের সাথে নানির জানাজায় অংশ নিতে যাচ্ছিল। পথিমধ্যে লালমোহনের ফরাজি দোকানের সামনে পৌঁছালে তাদের মোটরসাইকেলটিকে একটি মাইক্রোবাস চাপা দেয়। এতে সিয়াম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় তার বাবা বাবুল মুন্সিও গুরুতর আহত হয়।

এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও সংগঠনের নেতাকর্মীরা তার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বোরহানউদ্দিন উপজেলা শাখার নেতৃবৃন্দ।