মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ মায়ের মৃত্যু

নিহত মা ও মেয়ে একই গ্রামের আওয়াল হোসেন এর স্ত্রী ও মেয়ে বলে জানা গেছে।

মাসুম বিল্লাহ, মাগুরা

Location :

Magura
বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ মায়ের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ মায়ের মৃত্যু |নয়া দিগন্ত

মাগুরার টিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা সেতু বেগম ও আনিসা (৮ মাস) নামে দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ৯টার দিকে সদর উপজেলার মঘি ইউনিয়নের টিলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মা ও মেয়ে একই গ্রামের আওয়াল হোসেন এর স্ত্রী ও মেয়ে বলে জানা গেছে।

স্বজনরা জানায়, সকালে বৈদ্যুতিক রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনই রান্না ঘরের মেঝেতে পড়ে ছিল। পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো: ওমর ফারুক বলেন, আজ সকালে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া দু’জনকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। তাদের শরীরের বিভিন্ন অংশে পোড়া চিহ্ন রয়েছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।