পিরোজপুরের কাউখালীতে প্রশাসন ও মৎস্য অধিদফতরের বিশেষ কম্বিং অপারেশনে প্রায় আট লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
গত ১৫ দিন ধরে উপজেলার কচা, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান। অভিযানে সহযোগিতা করেন নৌ পুলিশের একটি টিম।
অধিদফতরের অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ ৩০টি চরগড়া জাল, চারটি বেহুন্দি জাল ও ২৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা। জব্দকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান জানান, জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামানের নির্দেশে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় কঠোরভাবে অবৈধ জাল ধ্বংসের এ অভিযান চলমান থাকবে।



