পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের বিশাল এক ইলিশ। পরে মাছটি কেজি প্রতি ৩ হাজার ৫৫০ টাকা দরে মোট ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি করা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় আড়ৎ মনি ফিসে মাছটি নিলামে তুলা হয়। সেই সময় মণপ্রতি দর ধরা হয় ১ লাখ ৪২ হাজার টাকা।
আড়ত সূত্র জানায়, এর আগে গত সোমবার (৮ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরে জাল ফেলে মাছটি ধরা পড়ে। পরে বৃহস্পতিবার আলীপুর বাজারে নিয়ে আসা হলে নিলামে অংশ নেন একাধিক ক্রেতা। অবশেষে কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী পি এম মূসা মাছটির মালিকানা পান। তিনি জানান, মাছটি গাজীপুরে অবস্থানরত এক আমেরিকান প্রবাসীর বাসায় পাঠানো হবে।
স্থানীয় আড়তদার ও ব্যবসায়ীরা জানান, বড় ইলিশ পাওয়া গেলেও সাধারণত এ ধরনের মাছ বাজারে কম আসে। ফলে নিলামে দাম চড়া হলেও ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা দেখা যায়।
জেলে মাসুম বিল্লাহ বলেন, ‘সমুদ্রের পেতে রাখা জাল তুলতেই বড় ইলিশটি ধরা পড়ে। এ ধরনের মাছ ধরা পড়লে আমাদের বাড়তি আনন্দ হয়।’
ক্রেতা মূসা বলেন, ‘এত বড় ইলিশ এখন বাজারে খুব একটা পাওয়া যায় না। তাই নিলামে মাছটি ক্রয় করেছি। বিশেষভাবে সংরক্ষণ করে প্রবাসীর বাসায় পাঠানো হবে।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘বড় আকারের ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। সাম্প্রতিক সময়ে গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় অঞ্চল থেকেও বড় ইলিশ ধরা পড়ছে, যা আমাদের জন্য ইতিবাচক দিক।’