মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে পতাকা বৈঠক শেষে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে কাজিপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১৪৭-এর ৩ এস এলাকায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করে বিএসএফ।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবির কাজিপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১১ বিএসএফের গান্ধিন ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাব্বিন্দার সিং।
জানা যায়, ওই ১২ জন বাংলাদেশী নারী-শিশু ও পুরুষের বাড়ি কুষ্টিয়া, রাজবাড়ি, খুলনা, সিরাজগঞ্জ ও বাগেরহাট জেলায়। তারা কাজের সন্ধানে বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। ভারতীয় পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের আটক করেছিল।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন, ‘হস্তান্তর করা এসব নারী-পুরুষদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে পাঠানো হবে।’



