ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ইমন ভুইয়া (২৬) ও সামিউল ইসলাম (২৫) নিহত হয়েছেন।
সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ থানাধীন কুচিয়ামোড়া ধলেশ্বরী প্রথম ব্রিজের উপর সার্ভিস লেনের পাকা সড়কের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার মরহুম সেন্টু ভুইয়ার ছেলে ও সামিউল ইমনের বন্ধু।
বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম মাহমুদুল হাসান জানান, মোটরসাইকেলযোগে তারা সিরাজদিখানে বাড়ির দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, এ সময় পেছন দিক থেকে আসা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই দু’জনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



