সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদারের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেছেন।
রোববার (১৮ জানুয়ারি) তার মৃত্যুবার্ষিকীতে দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকার তৈয়ব ভিলায় কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
বেগম তৈয়বা মজুমদার পল্লী শ্রী এনজিও-এর প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি শহীদ রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক ও প্রফেসর রফিকুল ইসলামের শাশুড়ি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, শাহারিয়ার আক্তার ডনসহ চার ভাই ও ইঞ্জিনিয়ার তুহিনের নানি ছিলেন।
দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে মরহুমার কবর জিয়ারতসহ বিএনপি কার্যালয়ে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।



