ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘রাজনীতির মূল লক্ষ্য হলো দেশের কল্যাণ। কিন্তু সেই কাঙ্খিত লক্ষ্য এখনও অর্জিত হয়নি। গত ৫৪ বছরে দেশে দুর্নীতি হয়েছে। টাকা পাচার করে বেগমপাড়া করা হয়েছে। অনেকে বিদেশে শতশত বাড়ি করেছেন। টাকার পাহাড় গড়েছেন। পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের এই দেশ। বিএনপি এককভাবে ক্ষমতায় এলে দেশে চাঁদাবাজি আরো বাড়বে।’
সোমবার (৬ অক্টোবর) শেষ বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘আওয়ামী লীগ জাহেলি যুগকেও হার মানিয়েছে। আয়নাঘর তৈরি করে শত শত মানুষকে ঘুম, খুন করেছে। হাজার হাজার মায়ের বুক খালি করেছে। তারা ফ্যাসিস্ট, এদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না।’
তিনি আরো বলেন, ‘যারা পিআর বুঝে না, তাদের বাংলার জমিনে রাজনীতি করার অধিকার নাই। যদি পিআর না হয়ে আবারও যেনতেন নির্বাচন হয় এবং বিএনপি এককভাবে ক্ষমতায় যায় তাহলে এ দেশে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠার সুযোগ পাবে। দেশে চাঁদাবাজি আরও বাড়বে। বিএনপি শরীয়া আইনে বিশ্বাস করে না। এদেশ হবে ইসলামের। আগামী নির্বাচনে ইসলামী সকল দলের বাক্স হবে একটা। এ সময় সুনামগঞ্জ ৫ আসনের হাতপাখার প্রার্থীদেরকে মঞ্চে পরিচয় করিয়ে দেন পীর সাহেব চরমোনাই।’
ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদের সঞ্চালনায় এবং মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মুসাব্বির রুনু,জামাতে ইসলামী সুনামগঞ্জ জেলা আমির ও সুনামগঞ্জ-১ আসনের দলীয় প্রার্থী অধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ,ইসলামী শ্রমিক আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান সজিব, এনসিপি সুনামগঞ্জ জেলা শাখার সাবেক আহবায়ক ইমন দোজা প্রমুখ।