গৌরনদীর বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখলেন পুলিশ সুপার

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও প্রশাসন।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
গৌরনদীর বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখলেন পুলিশ সুপার
গৌরনদীর বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখলেন পুলিশ সুপার |নয়া দিগন্ত

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও প্রশাসন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি) মো: শরীফ উদ্দীন।

পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি প্রতিটি মণ্ডপে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে থানার পুলিশকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

এসপি শরীফ উদ্দীন বলেন, ‘দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজায় আগত ভক্তরা যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।’

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহিদুর রহমান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তরিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্যদিকে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসানের নেতৃত্বে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

প্রশাসন জানিয়েছে, দুর্গাপূজা চলাকালীন প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসি ক্যামেরা ও বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে।