গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

এ সময় বক্তারা বলেন, নিহত সাংবাদিক তুহিনের পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)

Location :

Muladi
সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন
সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন |নয়া দিগন্ত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশাল জেলার মুলাদীতে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে মুলাদী রেন্টিতলা নবীন সংঘের সামনে এ মানববন্ধন করা হয়।

মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: নজিবুর রহমান ভূঁইয়া কামালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: রোকনুজ্জামন মোল্লা, রিপোর্টাস ইউনিটের সাংগঠনিক সম্পাদক মো: রাসেল মল্লিক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: মেহেদি হাসান ও অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: শামিম সরদার।

প্রতিবাদ সভায় মুলাদী প্রেসক্লাব সহ-সভাপতি কে এম মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সহ-সম্পাদক মো: আরিফুলহক তারেক, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান, প্রেসক্লাবের প্রচার সম্পাদক মো: সিরাজুল ইসলাম মোল্লা, মুলাদী প্রেসক্লাবের সদস্য মাই টিভির মুলাদী প্রতিনিধি মো: রাকিব হোসাইন, মুলাদী রিপোটার্স ইউনিটির সদস্য গোলাম মোস্তফা মল্লিক, উপজেলা সাংবাদিক ইউনিয়ন সেক্রেটারি মো: নজরুল ইসলাম, উপজেলা সাংবাদিক ইউনিয়নসহ উপজেলা সাংবাদিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক রেজা হাওলাদার, সাংবাদিক রেজা হাওলাদার ও সাংবাদিক আবু বক্কর সিদ্দিক অভি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে একজন সাংবাদিককে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনা উদ্বেগজনক। বৈষম্যহীন রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতায় বাধা এবং গণমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা।

একজন সাংবাদিককে দিনের বেলায় প্রকাশ্যে অস্ত্র হাতে হত্যা করা শুধু একজন মানুষকে হত্যা নয়। এটি সত্য, স্বাধীনতা ও গণমাধ্যমের ওপর বর্বরতম আঘাত। আমরা আর নীরব থাকব না। হত্যাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। নিহত সাংবাদিক তুহিনের পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

‎সাংবাদিক হত্যা মানে জাতির কণ্ঠ রোধ করা। এই হত্যাকারীদের যদি আইনের আওতায় আনা না হয়, তবে গণমাধ্যমের নিরাপত্তা আর নিশ্চিত করা যাবে না। সকল সাংবাদিকদের মুখে একই দাবি সাংবাদিক হত্যার বিচার চাই, বিচার চাই। হত্যাকারীর ফাঁসি চাই।