ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে জুয়ার আসর থেকে পুলিশের ওপর হামলা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেফতাররা হলেন ডুমাইনের মরহুম মোক্তার শিকদারের ছেলে শরিফুল শিকদার (৩২) ও হাতেম শেখের ছেলে রাজিব শেখ (৩৫)।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার সত্যতা নিশ্চিত করে জানান, র্যাব-১০-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডুমাইন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জানুয়ারি ডুমাইন বাজারে জুয়ার আসরে পুলিশের অভিযান চালানোর সময় হামলা চালিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় মধুখালী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। পরবর্তীতে তদন্তকারী জড়িত আসামিদের আইনের আওতায় আনার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। ওই অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অভিযান পরিচালনা করে দু’জনকে গ্রেফতার করে।
অপর ঘটনায় ফরিদপুরের সালথা হতে একটি দেশীয় এলজিসহ শর্টগানের দু’টি তাজা কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১০। এছাড়া সদর উপজেলার গঙ্গাবর্দীতে পৃথক অভিযান চালিয়ে নগরকান্দার দক্ষিণ সদরবেড়া জলিল মোল্যার ছেলে মুন্না মোল্যাকে (১৯) গ্রেফতার করেছে র্যাব। তার বিরুদ্ধে ২৩ মার্চ ১৬ বছরের এক কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয় ফরিদপুরের নগরকান্দা থানায়।