আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে : মামুনুল হক

‘শরীয়াহ পরিপন্থী সুপারিশ দ্রুততম সময়ে বাতিল করতে হবে। না হলে দেশের ৯০ শতাংশ নারী এই প্রস্তাবনার বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।’

নুরুল ইসলাম রইসী, সিরাজগঞ্জ

Location :

Sirajgonj
জনসমাবেশে বক্তব্য দিচ্ছেন আল্লামা মামুনুল হক
জনসমাবেশে বক্তব্য দিচ্ছেন আল্লামা মামুনুল হক |নয়া দিগন্ত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, ‘২৪-এর গণহত্যা ও গুম-খুনের ঘটনায় ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার করতে হবে। সঠিক বিচার হলে আওয়ামী লীগ পরিচালনার মতো কেউ থাকবে না। নতুন প্রজন্মকে সাথে নিয়ে ২৪-এর চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।’

রোববার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুর রউফের সভাপতিত্বে খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় গণসমাবেশ পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আহমাদুল্লাহ সিরাজী।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রশংসা করে আল্লামা মামুনুল হক বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে সরকারের পদক্ষেপে রমজানে দ্রব্যমূল্য সহনীয় থাকা, লোডশেডিং মুক্ত পরিবেশ দেয়া এবং ভঙ্গুর অর্থনীতিতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দেশ আজ মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে।’

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতী শরাফত হুসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

সমাবেশে নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার নিন্দা জানিয়ে মাওলানা মামুনুল হক বলেন, ‘শরীয়াহ পরিপন্থী সুপারিশ দ্রুততম সময়ে বাতিল করতে হবে। না হলে দেশের ৯০ শতাংশ নারী এই প্রস্তাবনার বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।’

শেখ মুজিবুর রহমান প্রসঙ্গে মামুনুল হক বলেন, ‘১৯৭২ সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে শেখ মুজিব বাংলাদেশের জনগণের ইচ্ছা ও অধিকারকে পদদলিত করেছিলেন। তার আমলে ভারতীয় ধর্মীয় মতবাদ আমদানি করে বাংলাদেশকে ভারতের শৃঙ্খলে বন্দী করা হয়।’

এ সময় তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ভারতের আধিপত্য আর কখনো প্রতিষ্ঠিত হবে না।