বরিশালে গণধর্ষণের ঘটনায় ৪ জনের ফাঁসি

রায় ঘোষণার সময় আদালতে তিন আসামি উপস্থিত থাকলেও মামলার প্রধান আসামি রোকন খান পলাতক রয়েছেন।

খালিদ সাইফুল্লাহ, বরিশাল ব্যুরো

Location :

Barishal
প্রতীকী ছবি

বরিশালে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এই আদেশ দেন।

রায় ঘোষণার সময় আদালতে তিন আসামি উপস্থিত থাকলেও মামলার প্রধান আসামি রোকন খান পলাতক রয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী মো: আজিবুব রহমান জানান, ২০১৬ সালের নভেম্বর মাসের ১০ তারিখে নগরীর রুপাতলী এলাকার জাহিদ হাওলাদার, রাসেল গাজী, রাজিব জমাদ্দার ও রোকন মিয়া মিলে এক নারীকে জোরপূর্বক গণধর্ষণ করে। ওই ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হলে আদালত সকল সাক্ষ্য-প্রমাণ শেষে আজ অভিযুক্ত চারজনকেই ফাঁসির আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে তিন আসামি উপস্থিত ছিলেন।