বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

কয়েক কিলোমিটার দীর্ঘ ও সুশৃঙ্খল ওই শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশালে জামায়াত প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা
বরিশালে জামায়াত প্রার্থীর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৫ (সদর) আসনের জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

কয়েক কিলোমিটার দীর্ঘ ও সুশৃঙ্খল ওই শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে বরিশাল নগরীর বেলসপার্ক প্রাঙ্গণ থেকে শুরু হয়ে লঞ্চঘাট, সদর রোড, হাসপাতাল রোড, নথুল্লাবাদ, ঢাকা-বরিশাল মহাসড়ক, রুপাতলী, দপদপিয়া সেতু, ভোলা-বরিশাল সড়ক, সাহেবেরহাট হয়ে আবার বেলসপার্ক মাঠে এসে র‌্যালিটি শেষ হয়।

র‌্যালির শুরুতে উদ্বোধনী বক্তব্যে জামায়াতের বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘আজকের এই বিশাল শোভাযাত্রা কোনো প্রদর্শনের বিষয় নয়, এটি হচ্ছে ইসলামের পক্ষের গণজাগরণ। দুনিয়াবি সকল মতবাদের কাছে নিরাশ হয়ে মানুষ এখন ইসলামের পক্ষেই ফিরে আসছে, এটি তার বাস্তব প্রমাণ। আমরা আশা করছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বরিশাল হবে দাঁড়িপাল্লার বরিশাল।’

অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের নেতৃত্বে র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন বরিশার মহানগর জামায়াতের আমির ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী অধ্যক্ষ জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান ও বিএম কলেজের সাবেক এজিএস ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের প্রার্থী শেখ নেয়ামুল করিম।

এছাড়া জামায়াতের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, পেশাজীবী ফোরাম, আইনজীবী ফোরাম, ন্যাশনাল ডক্টরস ফোরাম, ব্যবসায়ী ফোরাম, সাংস্কৃতিক বিভাগসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও র‌্যালিতে অংশ নেন।

নথুল্লাবাদ, রুপাতলী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে, দিনারের পুল ও সাহেবেরহাটে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় সভায় সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট হেলাল বলেন, ‘বরিশাল সদর আসনে ইসলামের পক্ষে তথা দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে তার সুফল সকল ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে ঘরে তুলতে হবে।’

র‌্যালিতে অংশ নেয়া প্রত্যেকের গায়ে ছিল বিশেষ স্লোগানযুক্ত গেঞ্জি। সুশৃঙ্খলভাবে দুটি সাড়িতে হাজার হাজার মোটরসাইকেল যেন এক ভিন্ন দৃশ্যের অবতারণা করে।

প্রত্যক্ষদর্শীরা জামায়াতের এই শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ৫ আগস্টের পর থেকে জামায়াত যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং নিজেদেরকে বিতর্কিত কর্মকাণ্ড থেকে দূরে রেখেছে তাতে দেশজুড়ে জামায়াতে ইসলামীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এসব বিবেচনায় নিরপেক্ষ নির্বাচনে পাল্টে যেতে পারে ভোটের সব হিসাব।