সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু

শনিবার বেলা ১১টায় সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া গ্রামের জহুরুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট
লালমনিরহাট সদর থানা
লালমনিরহাট সদর থানা

লালমনিরহাটে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে মারুফ হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় রহিম নামে আরো এক শ্রমিক আহত হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া গ্রামের জহুরুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

মারুফ একই উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে এবং আহত রহিম একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, আজ সকালে জহুরুল হকের বাড়িতে মারুফ ও রাহিম সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। এ সময় রহিম বিষাক্ত গ্যাসের প্রভাব বুঝতে পেরে দ্রুত উপরে উঠে এলেও মারুফ আটকে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে মারুফের লাশ উদ্ধার করে এবং লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।