ভান্ডারিয়ায় জাতীয় পার্টির ১০ নেতার পদত্যাগ

ভান্ডারিয়ায় জাতীয় পার্টির ১০ নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন

মামুন হোসেন, ভান্ডারিয়া (পিরোজপুর)

Location :

Pirojpur
পদত্যাগকারী কয়েকজন নেতা
পদত্যাগকারী কয়েকজন নেতা |নয়া দিগন্ত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জাতীয় পার্টির (জেপি) সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার ও সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদারসহ ১০ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে দলের প্রেসিডিয়াম সদস্য ও ভান্ডারিয়া উপজেলা কমিটির সভাপতি মনিরুল হক জোমাদ্দারের নিকট তারা পদত্যাগ পত্র জমা দেয়।

পদত্যাগকারী অন্য নেতারা হলেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান দুলাল মল্লিক, মিজানুর রহমান সেন্টু মোল্লা, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা স্বেচ্ছা সেবক পার্টির আহ্বায়ক মনির সরদার, উপজেলা যুব সংহতির আহ্বায়ক রেজাউল হক রেজভি জোমাদ্দার, উপজেলা জাতীয় পার্টির কৃষিবিষয়ক সম্পাদক আমীর হোসেন মল্লিক ও উপজেলা স্বেচ্ছা সেবক পার্টির নেতা মনির তালুকদার।

এ বিষয়ে সদ্য পদত্যাগ করা সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল তালুকদার জানান, আমরা আমাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।

সভাপতি মনিরুল হক জোমাদ্দার জানান, বিকেলে দলের বিভিন্ন পদের ১০ নেতার পদত্যাগপত্র আমার কাছে জমা দিয়েছে। দলের চেয়ারম্যানের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।