মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিলো যুবক

আগুন লাগানোর পর মহসিন বাড়ি ছাড়েন এবং পরে পরিবারের সদস্যদের ভিডিও কলে জানান যে তিনি নিজেই ঘরে আগুন দিয়েছেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
ঘরের বিভিন্ন অংশ পুড়ে যায়
ঘরের বিভিন্ন অংশ পুড়ে যায় |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে মাদকের টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দিয়েছেন মহসিন মাদবর (২৬) নামে এক যুবক। এতে ঘরের বিভিন্ন অংশ পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাঠাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, স্থানীয় হোসেন মাদবরের ছেলে মহসিন দীর্ঘদিন ধরে নেশায় জড়িয়ে পড়ে পরিবারের ওপর চাপ সৃষ্টি করছিলেন। আজ সন্ধ্যায় তিনি আবারো নেশার জন্য টাকা দাবি করেন। পরে পরিবার টাকা দিতে না চাইলে ক্ষুব্ধ হয়ে নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। আগুন দেখে এলাকাবাসী ছুটে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে রাত সাড়ে ৭টার দিকে টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

এলাকার একাধিক বাসিন্দা জানান, মহসিন শুধু নেশায় জড়িতই নন, এলাকায় মাদক বিক্রির সাথেও তার সম্পৃক্ততা রয়েছে। পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি উত্তেজিত হয়ে এ ঘটনা ঘটান।

ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস জানতে পারে, আগুন লাগানোর পর মহসিন বাড়ি ছাড়েন এবং পরে পরিবারের সদস্যদের ভিডিও কলে জানান যে তিনি নিজেই ঘরে আগুন দিয়েছেন। আগুনে ঘরের আংশিক অংশ পুড়ে যায় এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহসিনকে দ্রুত চিকিৎসা ও পুনর্বাসনের আওতায় আনা জরুরি, যাতে পরিবার ও এলাকাবাসী ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি থেকে রক্ষা পেতে চায়।