নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ

জামায়াতের একক প্যানেল, বিএনপির রয়েছে বিদ্রোহী প্যানেল

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতি ভবনের দ্বিতীয় তলায় ১১৭৩ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনটি প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থী। তবে ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বাইরে থাকা দু’টি প্যানেল এ দুই পদে ভোট ভাগ করে নিতে পারে বলে আদালতপাড়ায় আলোচনা চলছে।

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা আদালতে না আসায় তাদের নেতৃত্বাধীন কার্যকরী কমিটি ভেঙে দিয়ে বিএনপি সমর্থিত দুই আইনজীবী নেতা- সরকার হুমায়ূন কবির ও এইচ. এম. আনোয়ার প্রধান- নির্বাচন ছাড়াই নতুন পরিষদ গঠন করেন। এরপর ৭ আগস্ট বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে অংশ নিচ্ছে:-

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (নীল প্যানেল)- সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান।

অন্যান্য পদে প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট কাজী আব্দুল গাফ্ফার, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন, অ্যাডভোকেট শাহাজাদা দেওয়ান, অ্যাডভোকেট মাইন উদ্দিন রেজা, অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট সারোয়ার জাহান, অ্যাডভোকেট রাজিব মণ্ডল, অ্যাডভোকেট মামুন মাহমুদ, অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট ফাতেমা আক্তার সুইটি, অ্যাডভোকেট তেহসিন হাসান দিপু, অ্যাডভোকেট দেওয়ান আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট আবু রায়হান।

এছাড়া বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল (সবুজ প্যানেল)- সভাপতি পদে অ্যাডভোকেট এ. হাফিজ মোল্লাহ, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো: মাঈন উদ্দিন মিয়া।

অন্যান্য পদে প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট ইস্রাফিল, অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম সারোয়ার, অ্যাডভোকেট ইমরান হোসেন, অ্যাডভোকেট মো: মজিবুর রহমান, অ্যাডভোকেট নূরে আলম, অ্যাডভোকেট মাসুদুর রহমান।

সদস্য পদে- অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আফরোজা জাহান, অ্যাডভোকেট রাকিবুল হাসান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম।

অন্যদিকে আইনজীবী ঐক্য পরিষদ (রেজা-গালিব প্যানেল)- সভাপতি পদে অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মো: গোলাম মোর্শেদ গালিব।

অন্যান্য পদে- অ্যাডভোকেট সামসুজ্জামান খোকা, অ্যাডভোকেট মো. আব্দুল মোমেন, অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, অ্যাডভোকেট আলী আজম, অ্যাডভোকেট শহীদ সারওয়ার, অ্যাডভোকেট নার্গিস পারভীন, অ্যাডভোকেট শাহনাজ পারভীন হিরা, অ্যাডভোকেট মনি গাঙ্গুলী।

এছাড়া সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

প্রথমবারের মতো একক প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত সমর্থিত আইনজীবীরা। অন্যদিকে বিএনপি সমর্থিত আইনজীবীদের একটি অংশ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খানের বিরুদ্ধে অভিযোগ তুলে মূল ফোরাম থেকে সরে গিয়ে রেজা-গালিব প্যানেল গঠন করেছে। ফলে নির্বাচনে ত্রিমুখী লড়াই নিশ্চিত হয়েছে।

ভোটের মাঠে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা অনুপস্থিত থাকলেও তাদের ভোটারদের মন জোগাতে চেষ্টা করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। আদালতে মামলা পরিচালনার আশ্বাস দিয়ে ভোট প্রার্থনার ঘটনাও ঘটেছে।

ভোটের সমীকরণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক প্রার্থী আনোয়ার প্রধান শক্ত অবস্থানে থাকলেও সভাপতি পদে হুমায়ূন কবিরের পথ সহজ নয় বলে মনে করছেন আইনজীবীরা। পূর্ণ প্যানেলে জয়ের সম্ভাবনা কম বলেও মত দিয়েছেন সিনিয়র আইনজীবীরা।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন-অ্যাডভোকেট বোরহানউদ্দিন সরকার, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট সুমন মিয়া ও অ্যাডভোকেট মতিউর রহমান মতিন।