কক্সবাজারের ঈদগাঁওয়ে বালি তোলার গর্তে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার বিকেলে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাজঘাট গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার শিকার শিশু সিদরাতুল মুনতাহা (৪) ওই এলাকার মো: সাগরের মেয়ে।
স্থানীয় ইউপি মেম্বার জুনায়েদ হক জুয়েল বলেন, প্রভাবশালী একটি সিন্ডিকেট প্রতিবছর বর্ষায় বন বিভাগের জমিতে অবৈধভাবে গর্ত করে শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। এরকম একটি গর্তে পড়ে সিদরাতুল মুনতাহার মৃত্যু হয়েছে।
স্থানীয়রা বলেন, বন বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজসে আওয়ামী লীগ নেতাদের সিন্ডিকেট অবৈধভাবে বালি উত্তোলন করছে।
কক্সবাজার (উত্তর) বন বিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বন বিটের এখতিয়ারভুক্ত এলাকা থেকে এভাবে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বিট কর্মকর্তা শাহ আলম থেকে জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করেন। তবে জমি ব্যক্তি মালিকানাধীন বলে দাবি করেন তিনি।
ফুলছড়ি রেঞ্জের রেঞ্জার রাশিক হাসান বলেন, বন জমি থেকে বালু লুটের বিষয়টি জানা নেই।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো: মছিউর রহমান বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালস্থ মর্গে পাঠানো হয়েছে।