পাবনায় বজ্রপাতে বুক ছিদ্র হয়ে গৃহবধূর মৃত্যু

মঙ্গলবার (২০ মে) বিকেলের দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পাবনা প্রতিনিধি

Location :

Pabna
পাবনা সদর থানা
পাবনা সদর থানা |সংগৃহীত

পাবনায় মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে বুক ছিদ্র হয়ে ছুম্মা খাতুন (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) বিকেলের দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ছুম্মা খাতুন দক্ষিণ মাছিমপুর গ্রামের খাজা প্রামাণিকের স্ত্রী।

স্থানীয়রা জানায়, প্রচন্ড বৃষ্টি নামার পর বাড়ি থেকে একটু দূরে মাঠে থাকা ছাগল আনতে যান তিনি। তার সাথে স্বামী খাজাও ছিলেন। এ সময় হঠাৎ তার ওপর বজ্রপাত পড়লে বুকের একপাশ ছিদ্র হয়ে মারা যান তিনি।

গয়েশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আমিনুর রহমান বলেন, বজ্রপাত সরাসরি বুকে আঘাত হেনেছিল। ফলে বুকের একপাশ ছিদ্র হয়ে যায়। এ বিষয়ে পুলিশকে জানালে তাদের আপত্তি না থাকায় লাশ রাতেই দাফন করা হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, সব প্রক্রিয়া শেষে তাকে দাফন করা হয়েছে।