আ’লীগ স্টাইলে নির্বাচন করার স্বপ্ন জনগণ মানবে না : মোবারক

শুক্রবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির ও ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোবারক হোসাইন বলেছেন, ‘একটি শ্রেণি আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন করার স্বপ্ন দেখছে। কিন্তু জনগণ আর সেই ধরনের নির্বাচন মেনে নেবে না। নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার ব্যবহার বন্ধ করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির কোনো বিকল্প নেই।’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

মোবারক হোসাইন বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে পরীক্ষিত পদ্ধতি হিসেবে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছে। বাংলাদেশেও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এ পদ্ধতি চালু করা জরুরি।

ড. ইউনূস জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন—ফ্যাসিবাদী শক্তির বিচার করবেন, পাচারকৃত টাকা ফেরত আনবেন ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি, তার চারপাশে কিছু লোক বিশেষ একটি দলের পকেটে ঢুকে গেছে। জনগণ এটিকে প্রতিরোধ করবে।’

জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসান।

জেলা জামায়াতের যুব ও আইনবিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আবুল বাশার, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ও প্রচার সম্পাদক মো: রুকন উদ্দিন, পৌর জামায়াত নেতা মোহাম্মদ শাখাওয়াত হোসেন মাস্টার, জেলা ছাত্রশিবির সভাপতি হাসান মাহমুদ, সেক্রেটারি জুলফিকার হায়দার রাফি প্রমুখ। এছাড়া সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।