খুলনায় সোমবার (২১ জুলাই) রাতে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নগরীর নিরালা কাঁচা বাজারের পাশে ছুরিকাহত জাকিরকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাকির হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে। জাকির নিরালা আবাসিক এলাকার ৬ নম্বর রোডে ৩০৬ নম্বর ভবনের ভাড়াটিয়া এবং মশার কয়েলের ব্যবসায়ী ছিলেন।
খুলনা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘রাত ৯ টার কিছুক্ষণ পর নিরালা এলাকা থেকে একটি দুর্ঘটনার খবর জানিয়ে থানায় ফোন দেয়া হলে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে হাসপাতালে খবর নিয়ে জানা যায় ওই যুবক মারা গেছেন।’
তিনি আরো জানান, দুর্বৃত্তরা ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। লোকজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষিণিকভাবে তা জানা যায়নি।