মহম্মদপুর, শালিখা ও মাগুরা সদরের ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে মোটরসাইকেল শোডাউন, সড়ক অবরোধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে মাগুরা জেলার সীমান্তবর্তী চিত্রা নদীর সেতুর সীমাখালি এলাকায় সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালকে যশোর থেকে মাগুরায় প্রবেশের সময় মোটরসাইকেল শোডাউন দিয়ে রিসিভ করেন নেতাকর্মীরা।
সেখান থেকে বর্ণাঢ্য র্যালিটি মাগুরা যশোর মহাসড়ক ঘুরে আড়পাড়া বাজার হয়ে শালিখা বাজার দিয়ে বুনাগাতি গিয়ে শেষ হয়।
এ সময় বুনাগাতি ডিগ্রি কলেজ মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে কাজী সালিমুল হক কামাল বলেন, ‘দল প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা করেছেন। মাগুরা-২ আসনের মনোনয়ন ঘোষণার পর তৃণমূলের নির্বাচিত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৫০১ জন ব্যাক্তি এ আসনের মনোনয়ন বাতিলের আবেদন করেছেন। একইসাথে দলের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের কাছে জনমত জরিপ করে জনপ্রিয় ব্যক্তিকে চুড়ান্ত মনোনয়ন দেয়ার অনুরোধ জানিয়েছেন। আমি নেতাকর্মীদের অনুরোধে এসেছি। আগামী ১৮ তারিখে আড়পাড়া স্কুল মাঠে জনসভা রয়েছে। সেখানে নেতাকর্মীদের সাথে আলোচনা করে নির্বাচনের সিদ্ধান্ত জানাব।
অন্যদিকে মাগুরা-মহম্মদপুর আঞ্চলিক সড়কের আউনাড়া বাজার থেকে ধোয়াইল পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় তারা তৃণমূলের জনপ্রিয়তা যাচাই করে কাজী সালিমুল হক কামালকে চুড়ান্ত মনোনয়ন দেয়ার পক্ষে স্লোগান দেন।



