নেত্রকোণা জেলার বারহাট্টায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক কর্মকর্তা নিহত হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বারহাট্টা-বাউসী সড়কের মোয়াটী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বিআরডিবি কর্মকর্তা শেখ ফিরোজ মিয়া (৪৫) জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চাকুয়া গ্রামের কাছু শেখের চেলে। তিনি বারহাট্টা বিআরডিবি অফিসে উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল হাসান জানান, ফিরোজ মিয়া বুধবার অফিস শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বারহাট্টা-বাউসী সড়কের মোয়াটী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মোটরসাইকেলের পেছনে থাকা অন্য আরোহী আঘাতপ্রাপ্ত হন। আশপাশের লোকজন পিকআপভ্যান ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
ওসি কামরুল হাসান জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। পুলিশ আসার আগেই পরিবারের লোকজন ফিরোজের লাশ বাড়িতে নিয়ে যায়। পরিবারের সদস্যরা লাশের ময়নাতদন্তের জন্য দিতে রাজি নন। তারা এ ঘটনায় কোনো মামলাও করবেন না বলে জানিয়েছেন।
তিনি আরো জানান, পিকআপভ্যান ও চালককে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র : বাসস



