কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত নেতার মনোনয়ন বাতিল নিয়ে উত্তেজনা

জেলা প্রশাসকের পদত্যাগ দাবি

মনোনয়নপত্র বাছাই শেষে রোববার (৪ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপুর্ণা দেবনাথ জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল নিয়ে উত্তেজনা দেখা দেয়
মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল নিয়ে উত্তেজনা দেখা দেয় |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাছাই শেষে রোববার (৪ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপুর্ণা দেবনাথ জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

এসময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ভিতরে ও বাইরে হট্টগোলের সৃষ্টি হয়। জামায়াতের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে এবং বিক্ষোভ প্রদর্শন করে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী যুক্তরাজ্য ও বাংলাদেশের নাগরিক। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের দাবি করলেও উপযুক্ত প্রমাণ জমা দেননি। ফলে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর আগে (২ জানুয়ারি) শুক্রবার জামায়াত প্রার্থী সালেহীর মনোনয়ন দ্বৈত নাগরিকত্বের কারণে স্থগিত করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার কথা জানায় জেলা রিটার্নিং কর্মকর্তা।

এদিকে, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া হলেও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে সুবিচার না পাওয়ার অভিযোগ জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর। বিক্ষুব্ধ জনতা এ সময় জেলা প্রশাসকের পদত্যাগ দাবি করেন।

কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে মোট ৩০টি মনোনয়ন জমা হয়। এরমধ্যে ২৬টি বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা।