ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পরিত্যক্ত একটি লাগেজ থেকে ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানা পুলিশের একটি টিম মুনসুরাবাদ বাসস্ট্যান্ড থেকে হোগলাকান্দি যাওয়ার পাকা রাস্তায় তল্লাশি চালায়। তল্লাশির সময় জাহাঙ্গীর মোল্লার গ্যারেজের পাশে পড়ে থাকা একটি পুরনো লাগেজ পাওয়া যায়। লাগেজটি খুলে ভেতরে ৩২ বোতল পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফ হোসেন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই লাগেজ থেকে ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



