মহেশপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

স্কুলে যাওয়ার জন্য গোসল করতে যায় বড় ভাই সবিদুল ও ছোট ভাই খাইরুলের দুই মেয়ে।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Maheshpur
মহেশপুর থানা
মহেশপুর থানা |সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুকুরে ডুবে আছিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী খোসালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তারা ওই গ্রামের সবিদুল ও তার ছোট ভাই খাইরুলের মেয়ে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রতিবেশীরা জানায়, স্কুলে যাওয়ার জন্য গোসল করতে যায় বড় ভাই সবিদুল ও ছোট ভাই খাইরুলের দুই মেয়ে। বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরের পানিতে এলাকার লোকজন নেমে তাদের খুঁজতে থাকে। একপর্যায়ে পানির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় নেপা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এনামুল ইসলাম বলেন, ‘ডুবে যাওয়া দুই শিশু আমার আত্মীয় হয়। তারা সকালে রেজাউল মেম্বারের পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর তাদের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।’

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।