মধুপুরে ১২ বছরের শিশুকে হত্যা সন্দেহে সৎ মা ও বোন আটক

‘বিষয়টি আমি অবগত আছি। সন্দেহজনকভাবে সৎ মা ও বোনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলেই বলা যাবে এটি হত্যা না আত্মাহত্যা।’

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Madhupur
মধুপুরে ১২ বছরের শিশুকে হত্যা সন্দেহে সৎ মা ও বোন আটক
মধুপুরে ১২ বছরের শিশুকে হত্যা সন্দেহে সৎ মা ও বোন আটক |নয়া দিগন্ত

টাঙ্গাইলের মধুপুরে ১২ বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়েছে এমন সন্দেহে সৎ মা ও বোনকে আটক করেছে মধুপুর থানা পুলিশ।

শনিবার (২৬ জুলাই) রাতে উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ছেলেটির নাম মোহাম্মদ নিরব হোসেন। সে ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মোহাম্মদ আব্দুল লতিফের ছেলে।

জানা যায়, নীরবকে ছোট রেখে তার মা মারা যায়। এমতবস্থায় বড় ভাই ও বাবা মিলে নীরবকে লাগল পালন করছিল।

নীরবের বাবা আব্দুল লতিফ জানান, সে ঘটনার দিন সকালে কাজের উদ্দেশ্যে ধনবাড়ীতে চলে যায় এবং বিকেলে ফোন করে তাকে বলা হয় বাড়িতে দুর্ঘটনা ঘটেছে। এমন সংবাদে দ্রুত বাড়িতে চলে আসলে দেখতে পান তার ছোট ছেলে নীরব মৃত অবস্থায় বিছানায় পরে আছে।

বিষয়টি নিয়ে প্রতিবেশীরা মধুপুর থানায় পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ উদ্ধারের সময় সৎ মা মোসা: লিলি বেগম ও সৎ বোন লাকী আক্তারের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় ঘটনার সাথে জড়িত সন্দেহে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তারা থানা হাজতে আটক রয়েছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরানুল কবির জানান, বিষয়টি আমি অবগত আছি। সন্দেহজনকভাবে সৎ মা ও বোনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলেই বলা যাবে এটি হত্যা না আত্মাহত্যা।