বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে ৩ দিনের হরতাল কর্মসূচি ঘোষণা

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বাগেরহাট জেলার সংসদীয় আসন কমিয়ে আনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

রবিউল ইসলাম, বাগেরহাট

Location :

Bagerhat
বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে ৩ দিনের হরতাল কর্মসূচি ঘোষণা
বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে ৩ দিনের হরতাল কর্মসূচি ঘোষণা |নয়া দিগন্ত

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনার এম এ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও কমিটির সদস্য সচিব শেখ মুহাম্মদ ইউনূস, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো: মুজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন, যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম গোড়া ও খাদেম নিয়ামুল নাসির আলাফ, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জামায়াতের শূরা সদস্য ও যুব কমিটির সভাপতি মনজুরুল হক রাহাদ, জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, মনিরুল হক ফরাজি, সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল প্রমুখ।

সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনার ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ‘আমাদের চার আসন পুনর্বহালের দাবিতে আজ বিকেল ৫টার দিকে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি হবে। আগামীকাল ৮ সেপ্টেম্বর সকাল-সন্ধ্যা হরতাল জেলার প্রতিটি উপজেলায় পালিত হবে। এরপর ৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলাভিত্তিক বিক্ষোভ মিছিল এবং ১০ ও ১১ সেপ্টেম্বর টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করা হবে।

জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, ‘স্বাধীনতার পর থেকেই বাগেরহাট নানা বঞ্চনার শিকার। তবে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্ত বাগেরহাটবাসীর ওপর সবচেয়ে বড় আঘাত এটি শুধু অযৌক্তিক নয়, বরং জেলার মানুষের প্রতি এক ধরনের শত্রুতার বহিঃপ্রকাশ। আমরা মনে করি, ইচ্ছাকৃতভাবে বাগেরহাটকে অবমূল্যায়ন করা হয়েছে। তাই অবিলম্বে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে চারটি আসন পুনর্বহাল করতে হবে।

গত ৩০ জুলাই আসন পুনঃনির্ধারণের খসড়া প্রকাশের পর শুনানি শেষে কমিশন জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে চার আসন বহাল রাখবে এমন প্রত্যাশা ছিল বাগেরহাটবাসীর। কিন্তু ৪ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে একটি আসন কমিয়ে দেয়ায় জেলার মানুষ ক্ষুব্ধ ও হতাশ হয়েছে।