দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে সিলেটে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ডেভিলদের খোঁজে অভিযান চালায় পুলিশ। পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নয়জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তুহিন আহমদ (৪০), যুবলীগ কর্মী আহমেদ হোসেন মুন্না (৩১), ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া (৬৪), আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আলী বলি, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন (৫৬), মো: ইয়াহিয়া (৪২), সদর উপজেলা তাঁতী লীগের সভাপতি দিলোয়ার হোসেন (৪৫), বিজিতলাল উজ্জ্বল ওরফে নিধিররঞ্জন (৩৫) ও নূরুল ইসলাম (৬০)।
এসএমপির উপ-পুলিশ কমিশনার মো: সাইফুল ইসলাম জানান, গ্রেফতাররা জিআর মামলা, বিস্ফোরক উপাদানাবলী আইন এবং পেনাল কোড মামলার সন্দেহভাজন আসামি। তাদের আদালতে হাজির করা হবে।



