কুষ্টিয়ায় মিরপুর উপজেলা বিএনপির দ্বি-বাষিক সম্মেলন মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আশরাফুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী হওয়ায় সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন খন্দকার টিপু সুলতান।
সোমবার (২৬ মে) উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহাবুব আলম হারছেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহমত আলী রব্বানীর পরিচালনায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাবেক সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।



